২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিনম্র শ্রদ্ধা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৯
বিনম্র শ্রদ্ধা

Sharing is caring!

বিনম্র শ্রদ্ধা
__জাহিদুল ইসলাম__
বাংলার দামাল ছেলেদের রক্তক্ষয়ী যুদ্ধে নিবারণ হয় পাকবাহিনীর দল…..
বিজয়ের ধ্বনিতে চাপা পড়ে যায়
স্বজন হারানো কান্নার রোল……
সমস্বরে গেয়ে ওঠে বাঙালি বিজয়ের গান
শহিদ সেনারা বিপন্ন করে নিজ জীবন
ফিরিয়ে দেয় বাংলার প্রান।
রক্ষা করে দেশকে তারা হানাদারদের হাত থেকে
নতুন প্রজন্মকে করছি আহবান…
মুক্তিযুদ্ধের বিবরণ জানো
পুরোনো ইতিহাস দেখে।
দামাল ছেলেদের স্বার্থহীনতা,
মুক্তির জন্যে ঝাপিয়ে পড়া,
কজন পাড়ে ভাই…..
বিজয় দিবসে শ্রদ্ধা জানাই
মাথা উচু করে তাই।
শহীদ সেনাদের করছি স্মরণ,
তারাই যে বাংলার বিজয়ের কারণ।
দোয়া করি গো প্রাণ ভরে,
বিনম্র শ্রদ্ধা তাদের তরে।