Sharing is caring!
ধর্ষিতা হতে হয় বারবার
★★★ গৌরী পাল ★★★
ধর্ষিতা হতে হয় বারবার প্রতিটা নারী কে,
কারো স্বামী কাছে কারো বা রাস্তায় মানুষ রূপী পশুর কাছে,
খুবলে খায় শকুনের দল অমানবিক নির্যাতনের শিকার হতে হয়,
ওরা ভাবে রক্তে মাংসের কিমা আমরা অসহায় দুর্বল ভাবে,
হাত জোড় করে কাতর স্বরে প্রার্থনা শোনে না।
পালা করে একের পর এক করতে থাকে অত্যাচার,
বিবেক করেছে এরা ক্ষয়।
সব দোষ হয় পোষাকের সেদিন পরনে ছিল কাপড়,
তবুও কেন হতে হলো অর্ধনগ্ন,
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ।
আমাদের সমাজ হয়েছে নষ্ট ধর্ষিতা আর নগ্নতার কদার্য্যে,
এই কুলষিত সমাজে স্বপ্ন দেখা ও পাপ,
বারবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়,
শরীরটা কে তাঁরা ক্ষত বিক্ষত রক্তাক্ত করে তোলে,
নরখাদকের মতো ছিঁড়ে খায়,
শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে নরম শরীরের উপরে,
আনন্দ উপভোগ করে।
ও বুঝি ধর্ষিতা আহারে কে করল এমন?
পোষাক বুঝি খারাপ ছিল?
কতো মানুষের কতো কথা, প্রতিবাদ নেই।
পুলিশের কাছে ছুটে উৎসাহী তাঁরা নারীর কেচ্ছা শুনতে,
পুলিশের কাছে হই নানা ধরনের প্রশ্নে নগ্ন,
সেই বা কম কী?
তবুও হয় না বিচার পুলিশের নানা রকম তামাশা,
আজ না কাল কাল না পরশু এই ভাবে চলতে থাকে তাদের অবহেলা,
নানা পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে ও নগ্ন
পৈশাচিক এই সমাজে পুরুষের চক্রে
নারীর সম্মান আজ ধূলোতে।