Sharing is caring!
নীল বেদনা
___নিপা সিকদার___
আমি প্রাণ খুলে হাসিতে পারিনা বেদনার ভয়
বহুত কেঁদেছি জীবনে আর কাঁদিবনা শুনো মৃন্ময়।
হাসির পর কান্না আছে ভেবে,নিভৃত বসে থাকি
ক্ষারহীন সুখগুলো আমার কাছে শুভঙ্করের ফাঁকি।
যতই প্রিয় রাখতে চাই সুখ,সে থাকে বহুদূরে
বিষের বাঁশি নিন্দা কাটা দিন-দুপুর ক্ষুরে।
সুখ আমায় বিরক্তি স্বরে বলে ধ্যৎ আমায় ছাড়
ঐ যে দেখো নীলচে মেঘের বুকে বেদনার বালুচর।