১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

চট্রগ্রাম সীতাকুণ্ডে ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০১৯
চট্রগ্রাম সীতাকুণ্ডে ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

Sharing is caring!

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :

চট্টগ্রামের সীতাকুণ্ডে কথিত চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় ফৌজদারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. আকতারুজ্জামান প্রকাশ রবি (২৭), মো. মোস্তাফিজুর রহমান (৩৫), মোহাম্মদ আলী (২২) ও মো. জহির উদ্দিন রিয়াজ (২০)।

 

 

এ সময় তাদের কাছ থেকে ৩৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

 

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

 

এ সময় প্রাইভেট কার তল্লাশি করে আনুমানিক তিন লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৩শ ৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

 

 

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিদের মধ্যে মো. আকতারুজ্জামান প্রকাশ রবির বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় দুটি মামলা রয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত ২৫ লাখ টাকার প্রাইভেটকারও জব্দ করা হয় বলেও জানান তিনি।