১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বেনাপোল ভারতীয় ওয়াগন ট্রেন থেকে ২৩৫ বোতল ভারতীয় ফেন‌সি‌ডিল উদ্ধার করেছে (বিজিবি) সদস্যরা

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
বেনাপোল ভারতীয় ওয়াগন ট্রেন থেকে ২৩৫ বোতল ভারতীয় ফেন‌সি‌ডিল উদ্ধার করেছে (বিজিবি) সদস্যরা

Sharing is caring!

মোঃ শাফায়েত সবুজ,যশোর জেলা প্রতিনি :

ভারতীয় আমদা‌নি পণ্যবাহী ওয়াগান ট্রেন থেকে ২৩৫ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি) সদস্যরা।

 

 

‌সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার সময় আমদা‌নি পণ্যবা‌হী ওয়াগন থে‌কে বি‌জি‌বি ফেন‌সি‌ডি‌লের এ চালান‌টি উদ্ধার ক‌রে।

 

 

‌বেনা‌পোল ৪৯ কোম্পা‌নি সদর ক্যা‌ম্পের সু‌বেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পেরে, ভারতীয় পাথরবা‌হী এক‌টি ওয়াগান ট্রেন থে‌কে ২৩৫ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার করা হয়। ওয়াগান‌টির ব‌গি নং-৩০০৫৯৮/৬০০৫৮।
এসময় রেলও‌য়ে নিরাপত্তা বা‌হিনী ও কাস্টমস উপ‌স্থিত ছিল।