১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় এক সন্তানের জননীকে বাঁশবাগানে নিয়ে ৯ জনে মিলে ধর্ষণ; আটক-২

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯
কুষ্টিয়ায় এক সন্তানের জননীকে বাঁশবাগানে নিয়ে ৯ জনে মিলে ধর্ষণ; আটক-২

Sharing is caring!

অপূর্ব রবিন, বিশেষ প্রতিনিধিঃ

৮ ডিসেম্বর, ২০১৯।। কুষ্টিয়ার মিরপুরে স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননীকে বাঁশবাগানে ডেকে নিয়ে ৯জন মিলে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

 

 

রোববার দুপুরে ধর্ষণের অভিযোগে আটক দুইজনকে আদালতে সোপর্দ করে মিরপুর থানা পুলিশ।

 

 

এরা হলো, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার নিদু মোয়াজ্জেমের ছেলে তারিখ (৩২) ও একই এলাকার আশাদুলের ছেলে আকিজ (২৫)।

 

 

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ৬ জনের নাম উল্লেখসহ ১০ জনের বিরুদ্ধে মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর এলাকার বাক্কা সরদারের ছেলে সুমন (৩৫) স্বামী পরিত্যক্তা ওই নারীকে ফোন করে কাঁচারি বাজারে আসতে বলে। সম্পর্কের খাতিরে সেখানে গেলে সুমন এবং তার সাথে থাকা ৯জন মিলে ওই নারীকে বাঁশবাগানে নিয়ে গভীর রাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।

 

 

রাত ১টার দিকে স্থানীয় নাইট গার্ড এবং চৌকিদার ওই নারীকে উদ্ধার করে। পরে ইউনিয়ন পরিষদের মেম্বার ছানোয়ারকে বিষয়টি জানালে তিনি উল্টো ওই নারীকে গালিগালাজ করেন। এমনকি মারধরের চেষ্টা করেন।

 

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী সুমন ও তার সহযোগী জনের নাম উল্লেখসহ আরো ৪জনকে অজ্ঞাতনামা আসামি করে শনিবার ধর্ষণের মামলা করেছেন। এ ঘটনায় তারিখ (৩২) ও আকিজ (২৫) নামের দুজনকে আটক করা হয়েছে।

 

 

অন্যদিকে রোববার দুপুরে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।