Sharing is caring!
কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হতে হবে। খেলাধুলা চর্চা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখে এবং দৃঢ় মনোবল সৃষ্টিতে সাহায্য করে।
আজ ৮ ডিসেম্বর ২০১৯, টাংগাইল জেলা ক্রিড়া অফিস আয়োজিত ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধন, দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংসদ আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভাপতিত্বে নাগরপুর সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,সদর ইউনিয়ন চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, সলিমাবাদ ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডভোকেট দাউদুল ইসলাম দাউদ, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী সহ সহযোগী অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও খেলার সরঞ্জাম বিতরণ করেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।