২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বার্থের নেশা

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯
স্বার্থের নেশা

Sharing is caring!

স্বার্থের নেশা

★ মুহম্মদ জাইদুল ইসলাম ★

রাগে ক্ষোভে বুকটা ফাটে
কোন সমাজে আমরা থাকি?
স্বার্থের নেশায় সবাই মাতাল
নীতির ক্ষেত্রে পুরোই ফাঁকি।

 

বড় কথা সবাই বলি
বড় কাজ ক’জন করি?
ছল চাতুরীর পথটি ছেড়ে
ইনসাফি পথ ক’জন ধরি?

 

অতি লোভে তাঁতি নষ্ট
এই প্রবাদটি সবাই জানি।
সুখী সুন্দর সমাজ গড়তে
এই কথাটি ক’জন মানি?

 

স্বার্থ লুটতে তুমুল ব্যগ্র
স্বার্থের নেশায় সবাই লড়ি।
ভাইয়ের বুকে অস্ত্র ঠেকাই
ভাই মরে নয় আমি মরি।

 

নীতির কথা বই পুস্তকে
বাস্তবে তার নেই প্রয়োগ।
স্বার্থের লোভে বেহুঁশ সবাই
সারবে কবে স্বার্থ রোগ?

 

নির্মল সমাজ গড়তে চাইলে
তুচ্ছ স্বার্থ ছাড়তে হবে।
স্বার্থ লোভী কুৎসিত মনকে
গলা টিপে মারতে হবে।