২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রূপময় বরিশাল

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৯
রূপময় বরিশাল

Sharing is caring!

রূপময় বরিশাল

কবি – ডা.মিজান মাওলা

ছায়ায় ঘেরা মায়ায় সেরা মোদের বরিশাল,
বাংলা মায়ের রানী সে যে শুনেছি আদিকাল।
এই মাটিতে সোনা ফলে রবি শস্যে ভরা গাঁ,
সুজলা সুফলা সবুজ শ্যামল সোনালী ফসল ফলায় মা।

ফুল ফসলে কৃষক চাষী পাখ পাখালীর মেলা,
গাছে মাছে গবাদি চাষে কৃষক জেলের খেলা।
ধর্মে কর্মে সতেজ মানুষ শিক্ষা দিক্ষায় ও শ্রম বিকাশেই সেরা,
স্বজন প্রিয়ো বরিশালবাসী নদী নালা ও গাছ গাছালিতে ঘেরা।

রন্ধ্রে বন্ধে শীত গরমে চক্রাকারে ছয়টি ঋতুর খেলা,
বর্ষার উত্তালে বিলে খালে নদীর জলে ভাসে নৌকা ভেলা।
শহর নগর বন্দর গায়ে আছে অনেক রুপের ব্যবধান,
ছিন্ন ভিন্ন নদীর চরে জোয়ার ভাটা স্রোতের কলোতান।

শহর নগর বন্দর গাঁয়ে নৌকা গাড়ি মিলে মোদের যোগশান,
উচুনিচু বহুত লোকের ধনদৌলতে কাড়ি কাড়ি ব্যবধান।
উত্থান পত্থান হয় যে মোদের নদী মেঘনার কড়াল গ্রাস,
এই জেলাত আছে অনেক
পির বুযুর্গ,কবি শিল্পী রাজনীতিবীদ, গুণীজন সহ শেরে-ই- বাংলার বসবাস।

চৈত্রের খড়া উত্তাপ ও বর্ষার উত্তাল বর্ষনে জমে পলি এই মাটিতে,
মূখরিত সকলে উর্বর ফসলে পাখিদের গান ও কুহুতানে অতিথি পাখি আসে এই ঘাটিতে।
কাচা পাকা রাস্তা ঘাটে বৃষ্টি রোদ্রে চলি আর হাসি খেলি ,
হাটে বাজারে শ্রম বেচাকেনায় উন্নয়নে টাকার সিন্ধু ঝুলি।

মাছে ভাতে বাঙ্গালী মোরা সংগ্রামী প্রিয়ো দেশ,
হাটে ঘাটে কথোপকথনে বাংলা ভাষায় আঞ্চলিক পরিবেশ।
মাঠে ময়দানে অফিস কিংবা আইন আদলতে বলি কথা শুদ্ধ ভাষায় ,
একই জেলাতে বসবাস রত বহুরুপি শিল্পের কারীগর জীবন যুদ্ধে জয়ী হয়ে বরিশালই রুপময়।