১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে সোনালী অতীত ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৯
ঈশ্বরদীতে সোনালী অতীত ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন

Sharing is caring!

মোঃ মোমিনুল ইসলাম, পাবনা থেকেঃ

শনিবার(০৭ ডিসেম্বর) বিকালে ঐতিহ্যবাহী সাঁড়া মাড়োয়ারী স্কুল এ্যান্ড কলেজ মাঠে ঈশ্বরদী ব্রাদার্স সোনালী অতীত একাদশ বনাম গৌরীপুর সোনালী অতীত একাদশ এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়। এতে দু’দল ১-১ গোলে ড্র করায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়। সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। খেলার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শিহাব রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌহিদ আক্তার পান্না, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম ফেরদৌস, সাধারণ সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, সাংবাদিক মাহফুজুর রহমান শিপন, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর মনিরুল ইসলাস সাবু প্রমূখ । খেলার ধারা বর্ণনায় ছিলেন সাংবাদিক ওহিদুজ্জামান টিপু। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলাটি প্রচুর দর্শক উপভোগ করেন।