২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় ঝুঁকিপূর্ণ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান চালালেন জেলা প্রশাসন

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৯
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় ঝুঁকিপূর্ণ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান চালালেন জেলা প্রশাসন

Sharing is caring!

 

আব্দুল করিম, চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

চট্রগ্রাম নগরের বায়েজিদ থানার মাইজপাড়া শেরশাহ দিঘীরপাড় এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও ঝুঁকিপূর্ণ গ্যাস লাইনের
বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর)সকাল এ অভিযানের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.
উমর ফারুক।
তিনি জানান, মাইজপাড়া শেরশাহ দিঘীরপাড়ে অবস্থিত
প্রায় ১০ থেকে ১২ টি কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ এলাকায় প্রায় কয়েকশ গ্যাস চুলা সংযোগ করে
অবৈধভাবে ব্যবহার করছে যা অতি ঝুঁকিপূর্ণ। যে কোনো
সময় দুর্ঘটনা ঘটতে পারে।
প্রায় ১০/১২ টি কলোনির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মো. রফিক খান ডিজিএম (উত্তর), ইঞ্জিনিয়ার আবুল কালামআজাদ, ব্যবস্থাপক ভিজলেন্স ( উত্তর), আব্দুল কাদের, মো.তাহের হোসেন ও তানজিম জামান।