১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

কাতারে পৌছেছে সৌদিআরব ও আরব আমিরাত ফুটবল দল

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৯
কাতারে পৌছেছে সৌদিআরব ও আরব আমিরাত ফুটবল দল

Sharing is caring!

মারুফ রানা, কাতার দোহা থেকেঃ

কাতারে পৌছেছে সৌদিআরবও আমিরাত ফুটবল দল । আজ ২৫ নভেম্বর তারা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাদেরবে স্বাগত জানানাে হয় । আগামীকাল ২৬ নভেম্বর থেকে শুরু হতেচে ২৪তম গালফ কাপে অংশ নিতে দোহায় আসে এই দুই দল । গালফ কাপের আয়ােজক কাতার । খেলা চলবে আগামী ৮ ডিসেম্ব পর্যন্ত । কাতারের সঙ্গে সৌদিআরবের ও আমিরাত সম্পর্ক নেই ২০১৭ সালের ৫ জুন থেকে । ফলে প্রথম দিকে এই গালফ কাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় সৌদিআরব । পরে অবশ্য এক বিবৃতিতে খেলায় অংশ নেওয়া এবং দোহায় আসতে সম্মত হয় সৌদিআরব ও আরব আমিরাত।বিমানবন্দর থেকে সরাসরি নিজেদের হােটেলে রওয়ানা হন সৌদিআরব ও আরব আমিরাত ফুটবলাররা । আগামীকাল সৌদি ক্লাব আলহিলালের ফুটবলারদেরও কাতারে আসার কথা রয়েছে ।