Sharing is caring!
বিদায় বিরহ
ফয়জুর রহমান দূর্জয়
রচনা কাল ১/১১/১৯ইং
এই বিদায় লগ্নে দাড়িয়ে জানতে চাস, কতটা ভালোবাসি তরে!
এমন প্রশ্নের মুখোমুখি দাড়িয়ে মনে পরে জীবনানন্দরে-
তিনি যেমন ভালোবেসে গেছেন বনলতা সেনেরে।
তেমনি নয় বরং বেশিই ভালোবাসি তরে!
তরে নিয়ে লিখি কবিতা গলায় তুলি গান।
তুই দূরে গেলে মন বন্দি পাখি, করে আনচান।
তুই যে আমার জানরে বন্ধু,তুই বিহনে অকল্পনিয় প্রান।
তোর জন্য মোর জীবন বাজি, সুখ সাজছন্দ ছাড় তে রাজি।
এমন সময় বিধির খেলা, জীবন য়ুদ্ধের অবলিলা!
মুখোমুখি আমি আর, বিদায় বিরহ জ্বালা!
বুকের ভেতর অশ্রুন ঝড়, রিদয় ভেঙ্গে খানখান!
না!…আমার ভালোবাসা তো কোন পাপ ছিলনা!
তবে কেন এমন নিষ্ঠুরতা।