১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

“সিবিআইউতে” আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শুরু

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
“সিবিআইউতে” আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শুরু

Sharing is caring!

মোহাম্মদ ফায়েদ ,বিশেষ প্রতিনিধি : পর্যটন নগরীর রাজ খ্যাত কক্সবাজারের ডলফিন মোড়ে প্রতিষ্ঠিত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের আয়োজনের এক আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় ।

 

 

গতকাল ২৩,১১,২০১৯ সকালে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে বিজনেস ক্লাবের সভাপতি মোঃ রাসেলের সভাপতিত্বে মোঃ মামুন রশিদের

 

 

সঞ্চালনায় মিট দ্য প্রেস প্রোগ্রাম টি অনুষ্ঠিত হয় ।
উক্ত প্রোগ্রামের সমন্বয়ক ছিলেন মুহাম্মদ মারুফ আল মুনতাসির , তিনি বলেন

 

 

উক্ত টুর্নামেন্টে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ৬ টি টিম অংশ গ্রহন করেন এই ৬ টা টিমকে টা-ই এর মাধ্যমে দুইটা গ্রুপে ভাগ করেন এবং সময় সূচি সূচনা করেন ।

 

 

আজ ২৪-১১-২০১৯ তারিখ রোজ রবিবার সকাল ৯.০০ প্রথম খেলা সময় অনুষ্ঠিত হবে শেখ কামাল ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে সিসিএ মাঠে।

 

 

এতে অংশ গ্রহন করবেন ছয়টি টিম এতে সকল টিমের অধিনায়ক ও সহ-অধিনায়ক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

 

 

এবং তাদের উদ্দেশ্যে বিজনেস ক্লাবের সভাপতি মো:রাসেল বলেন এই টুর্নামেন্ট কে সুন্দর ও আনন্দময় করে তুলাই আামাদের মূল লক্ষ।

 

 

একটু আনন্দ বিনোদন দেওয়া জন্য এই পদক্ষেপ আামাদের , তাই সবার একান্ত সহযোগিতায় কামনা করি সবার সুন্দর খেলা আশা করি।

 

 

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয়কারী কমিটি ও শিক্ষা , জনাব, সালাউদ্দিন (আইন বিভাগ) জনাব, সাঈদ বিন ওমর (কম্পিউটার বিভাগ ) জনাব, শাকিল আহমেদ (পর্যটন বিভাগ )
জনাব, আরিফুল ইসলাম (ইসলামিক স্টাডিজ বিভাগ ) উপস্থাপক ছিলেন, জনাব, মারুফ আল মুনতাসীর (ফিনেন্স বিভাগ ) খেলোয়াড়দের প্রতি সকল শিক্ষকরা উপদেশ মূলক কথা উপস্থাপন করেন এবং শিক্ষকরা তাদের উদ্দেশ্যে বলেন,জয় ও পরাজয় সবার থাকে তা মেনে নিতে হয় এবং মেনে নেওয়ার মন মানসিকতা রাখবেন সবাই। এতে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

এবং ইউনিভার্সিটির সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের বিশাল ভূমিকা নিয়ে সাংবাদিকদের সামনে ক্লাবের সদস্যরা কথা বলেন এবং ক্লাবের সফলতা তুলে ধরেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।