Sharing is caring!
জাহিদুল ইসলাম
কেন আমরা পত্রিকা বিক্রি করি?
সন্ত্রাস, জঙ্গিবাদ, সম্প্রদায়িকতা, মাদক, গণধর্ষণ, রোহিঙ্গা ইস্যু ইত্যাদি হাজারটা ইস্যু নিয়ে ফেসবুক উত্তাল, টিভি উত্তাল, জাতিও উত্তাল।
কিন্তু এর সমাধান কী?
মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন, পত্রিকার সদস্য / সদস্যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে সব আনন্দ পরিহার করে সেই সমাধানের পথ মানুষের সামনে তুলে ধরছি। আমরা কোনো ব্যক্তির্স্বার্থে এই কাজ করছি না। আমরা চাই আমাদের একটি মানবিক পৃথিবী।
সেটা গড়ার জন্য যে আদর্শ দরকার সেটা আমাদের কাছে আছে। আর আমরা সেটা নিয়ে ঘরে বসে থাকতে পারি না।
তাই আমাদের শিশু-কিশোররা, তরুণ-তরুণিরা বৃদ্ধ-বৃদ্ধারা সবাই মাতাল, ক্রিকেট-মাতাল, টাকার পাগল, লেখা-পড়ার পাগল, নেশার পাগল, ইত্যাদি জাতির কাছে তাদের জীবনের সঠিক লক্ষ্য সম্পর্কে বার্তা পৌঁছে দিচ্ছেন সাংবাদিকরা।
সবার মুখে একটাই কথা- “জাতীয় সাপ্তাহিক অভিযোগ একটি মাত্র কপি পাল্টে দিতে পারে আপনার জীবন।