২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০১৯
কবিতা

Sharing is caring!

দাবী আদায়
ডা.মিজানুর রহমান মাওলা
রচনা কাল- ২০/১১/১৯ ইং

এই দাবি সেই দাবি
চাওয়া পাওয়ার দাবি,
তোমার আমার সকল দাবি
বুঝে নে কারকাছে পাবি।

 

গাড়ি ঘোড়া বন্ধ করে
করছো আদায় দাবি,
জীবন মানে চলার বাঁধা
নিজেরাই ক্ষতি হবি।

 

নিত্য পণ্যের দাম বেড়েছে
আন্দোলন হরতাল করে,
নিজের ক্ষতি নিজেই ডাকো
জনগণের ক্ষতি করে।

 

বঙ্গবন্ধু কে স্বরণ করো
তাহার কথায় চলো,
গাড়ি চলবে রেল চলবে
দাপ্তরিক অফিস বন্ধ বলো।

 

দাবী আদায়ে শান্তিপূর্ণ মানববন্ধন করো
মিডিয়ায় তুলে ধরো,
ন্যায় অন্যায় প্রতিবাদ করো
সকল দাবি সরকারকে বলো।