২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তোমার জন্য

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০১৯
তোমার জন্য

Sharing is caring!

মোঃ আবু নোমান
তোমার জন্য,
সুবেসাদেক লক্ষ্য মানুষ জাগে,
ভোরের পাখির কুহুতানে ঘুমটি তখন ভাঙ্গে ।
তোমার তরে নত হয়ে যাই মুয়াজ্জিনের ডাকে ।
জিবনটাকে বিলিয়ে দেব , তোমার জন্য আমি ।
জিবন দিয়েছে শেষ নবীযি (স:),
আলী,ওমর, আবু বকর
খাঁখা -খাঁখা রোদে পুড়েছে বেলাল,
তবুও তোমার নামটি , বেলাল মুখে রেখেছে যারি ।
সেই নামেতে মধু মাখা , মন চায় ডাকি সদা ।
নিসধ্মেহে সবার প্রভু তুমি,
নামটি তোমার আল্লাহু আকবার।
তোমাকে যদি বিপদ-আপদে ,
তুমি দয়ালু, দাতা মেহেরবান
তাইতো ধরনী করিলে সৃজন ।
তুমিযে মোর রাব্বুল আলামীন,
তোমারী হুকুমে ধরনী রঙ্গীন ।
তোমার জন্য করি ইবাদত,
দিন দুপুর আর নেইক রাত ।
মাঝির মুখে নামটি , শুনি আল্লাহ তোমার জয়ও ধ্বনি ।
তুমি ছাড়া আমি ঠিকানা বিহীন,
এ সব কিছু প্রভু তোমার অধিন।
পাঁক- পাঁখালি , বৃক্ষ-রাজি,
সবার প্রভু আল্লাহ তুমি ।।