১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৫ হিজরি

লবণের দাম বেশি চাইলেই ভোক্তা অধিকার-এ ফোন করুন

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
লবণের দাম বেশি চাইলেই ভোক্তা অধিকার-এ ফোন করুন

অভিযোগ ডেস্ক :: লবণের দাম নিয়ে সকাল থেকেই গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। লবণের কেজি ২’শ টাকা হবে আজ মঙ্গলবার এমন গুজব ছড়িয়ে পড়লে সকাল থেকেই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশের কোথাও যদি কোনো দোকানদার লবণের বেশি দাম চান বা বিক্রি করলেই নিচের নম্বরগুলোতে ফোন করুন।

 

লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর হচ্ছে: ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯, ০১৬২৪২৭৬০১২ (সেল ফোন)। লবণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া লবনের দাম বেশি চাইলে ভোক্তারা সরাসরি নিম্নের নাম্বারেও ফোন দিয়ে দেখতে পারেন।

 

জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র:
ফোন-০২-৫৫০১৩২১৮, ০১৭৭৭-৭৫৩৬৬৮. এছাড়া ই-মেইল করতে পারেন, nccc@dncrp.gov.bd এই ঠিকানায়।

 

এর পাশাপাশি নিকটস্থ থানাকে অবহিত করতে পারেন। দেশে পর্যাপ্তেরও অনেক বেশি লবণ মজুদ রয়েছে। এরপরেও কোনো অসাধু ব্যবসায়ী ফায়দা লুটতে চাইলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।

 

বড় রকমের সমস্যা দেখতে পেলে কোনো উপায় না খুঁজে পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ য়ে ফোন করে সহায়তা নিন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031