Sharing is caring!
মারুফ রানা,দোহা (কাতার) থেকেঃ
কাতারে ঘূর্ণিঝড়ে একটি নির্মাণাধীন ভবনের কিছু অংশের নিচে চাপা পড়ে শরিফ মিয়া (৪১) নামে বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
রোববার দুপুরে প্রচণ্ড ঝড় শুরু হলে তিনি নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নির্মাণাধীন ভবনটির কিছু অংশ ধসে পড়লে শরিফ তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি পাকুন্দিয়া পৌর এলাকার চরলক্ষ্মীয়া গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে। সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় গত ফেব্রুয়ারি মাসে কাতার যান। এ জন্য ১ লাখ টাকায় জমি বন্ধক রাখেন এবং ৩টি এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ নেন।
তার মৃত্যুতে শুধু শোকই নয়- বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও ৩ শিশু ছেলে-মেয়ে পড়েছে ঘোর অনিশ্চয়তায়।
শরিফের লাশ দেশে আনতে তারা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।