২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৯
কবিতা

Sharing is caring!

পিয়াজের গণতন্ত্র
কবি- ডা.মিজান মাওলা
রচনা কাল- ০৪/১১/১৯ই

পিয়াজের বাজার লাগছে আগুন,
বাংলার কৃষক চাষির নাই কিরে গুন।
কৃষক চাষি যখন তারা করছে পিয়াজ চাষ,
দেশ বিদেশের প্রেমাস্পদে খাচ্ছে কৃষক বাশ।

তখন দেখি দেশি পিয়াজ দরকার নেই বিদেশি পিয়াজের অভাব নাই,
তখন তারা কৃষি চাহিদা নষ্ট করে বাজার দর হ্রাস করে দেয় ভাই।
এখন দেখেন বাণিজ্যিক কৌশল পিয়াজের বাজার দ্বন্দ,
দেশি পিয়াজের সিন্ডিকেড হচ্ছে বিদেশি পিয়াজের বাণিজ্য বন্ধ।

লাগছে অভাব বাড়ছে দাম সংসারে হচ্ছে গ্যাঞ্জাম,
পিয়াজের বাজার এতো বেশি ক্রয় বিক্রয়ে রেষারেষি বাড়ছে কেন দাম?
সামনে কৃষক শক্তিভরে করবে বেশি পিয়াজের চাষ,
বিদেশি পিয়াজ করবো ঘৃেণা বাংলার কৃষক করবে চাষ খাবো পিয়াজ বারো মাস।

বন্ধ হবে তন্ত্র মন্ত্র পিয়াজ নিয়ে গণতন্ত্র,
রুখে দাড়াও কালবাজারি শক্ত হাতে লওরে কৃষক যন্ত্র।
সবুজ বাংলার সোনার কৃষক বাড়াও কাজের গতি,
সবজ্বী চাষে গবাদির খামার মাছের হবেনা ক্ষতি।

মাছে গাছে সব্জি চাষে করি খামার বারো মাস,
শান্তি সুখে কাটবে জীবন দেশ জাতি করবে বসবাস।