২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গৃহহীন মানুষের সাথে প্রতারণার অভিযোগে ২ মাস কারাদণ্ড

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৯
গৃহহীন মানুষের সাথে প্রতারণার অভিযোগে ২ মাস কারাদণ্ড

Sharing is caring!

মোঃ আবু হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি :  

দিনাজপুর জেলার সীমান্ত এলাকা (হিলি) হাকিমপুর উপজেলার এক গৃহ হীন ব্যাক্তির কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভাম্যমান আদালত ১ জন প্রতারককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ।

 

হাকিমপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর), প্রধানমন্ত্রীর “জমি আছে ঘর নেই” প্রকল্পের বিশেষ বরাদ্দের ঘর পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে উপজেলার বৈগ্রাম এলাকার জমিলা বেগম নামের এক অসহায় নারী ও কিছু গৃহহীনদের নিকট থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম সরেজমিনে উপজেলার বৈগ্রাম এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে আটক করেন ।

 

পরবর্তীতে, ভুক্তভোগী ও প্রতারিত হওয়া অসহায় মহিলা জমিলা বেগম ও অন্যান্যদের দেওয়া অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে ও আটককৃত ব্যাক্তি তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাদ্ধমে তাকে দু’মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান আদালতের বিচারক।

 

দণ্ডপ্রাপ্ত ব্যাক্তি দিনাজপুর জেলার (হিলি) হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকার মৃত লাল মিয়া শেখ এর ছেলে মোঃ আব্দুল লতিফ (৫০)।

 

উক্ত সাজাপ্রাপ্ত আসামিকে, দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, হাকিমপুর থানার ওসি (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ রেজাউল করিম (রেজা)।