২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

দিল্লিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলো টাইগাররা

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
দিল্লিতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলো টাইগাররা

Sharing is caring!

ক্রীড়া ডেস্ক : তিন টি-টুয়েন্টি ও দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ইতোমধ্যে দিল্লিতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো অনুশীলনে নামেন টাইগাররা।

ওয়ার্মআপের পর ফুটবল অনুশীলন করেন মাহমুদুল্লাহ-মুশফিকরা। এরপর নেটে স্কিল অনুশীলন করে সাকিব-তামিমহীন বাংলাদেশ দল। দীর্ঘসময় ব্যাট করেছেন মুশফিকুর রহিম।

আগামী ৩ নভেম্বর টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে আলোচিত বাংলাদেশ-ভারত সিরিজ। তবে প্রতিপক্ষ শক্তিশালী ভারত ছাপিয়ে আলোচনায় দিল্লির বায়ু দূষণ।

বায়ূ দূষণের কারণে মাস্ক পরে প্রথম দিন অনুশীলনে নেমেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি ছিলো যে মাস্ক পরে মাঠে খেলতে নেমেছিলেন শ্রীলংকার ক্রিকেটাররা।

দিল্লির দূষণের কারণে দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সবাই ভোগান্তিতে পড়েছেন। বায়ুদূষণের কারণে কোচ ও ক্রিকেটারদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি বলেন, ‘ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করছে। কখনো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছে। মাস্ক ব্যবহার করা আবশ্যক হয়ে পড়েছে। দিল্লির আবহাওয়ার সাথে আমরা মানিয়ে নিতে পারছি না। এখানে ভালো অনুভব করছি না।