২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃ

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন। ২৮ অক্টোবর সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপণে এ তথ্য জানা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ অধিশাখা)’র উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপণে ৮ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন, যশোর জেলার পুলিশ সুপার মোঃ মইনুল হক পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ইলিয়াস শরিফ পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ পিপিএম, চট্রগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম, বিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন খান, পিপিএম, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আনোয়ার হোসেন খাঁন, বিপিএম, পিপিএম ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ায় জাতীয় সাপ্তাহিক অভিযোগ পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ফয়সাল আজম অপু।

Please Share This Post in Your Social Media
March 2024
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031