Sharing is caring!
বাংলার বিজয়
সাইদুল ইসলাম
কভু কি দেখিয়াছ ভাবিয়া,
প্রাণের বাংলার মুক্তি সংগ্রাম নিয়া?
মনে কি পরেনা সেই দিনগুলির কথা,
হাজারো বাংগালীর অশ্রুসিক্ত নয়নে যে কাহিনি গাঁথা?
ভুলে কি গিয়াছ সেই দিনগুলির কথা,
হানাদাররা দিয়েছিলো স্বাধীন জিবন যাপন বাধা?
তখনই বাংলার আকাশে উঠেছিল এক উজ্জ্বল নক্ষত্র,
বঙ্গবন্ধু নামক সেই সোনালী সূর্য।
যার ডাকে জেগে উঠেছিল সমগ্র বাংলা,
তাঁর কাছে চির কৃতজ্ঞ থাকিব আমরা।
দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে
আসিয়াছে বিজয় আমাদের তোরে।