Sharing is caring!
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বঘোষিত স্বপ্ন পল্লী পার্কে বিনোদনের আড়ালে রোববার সকালে জমজমাট ভাবে চলছিল রাজশাহী শাখা জামায়েতের নাশকতার গোপন বৈঠক। কিন্তু পার্কে জামায়েত নেতাদের খাবারের আয়োজন দেখে প্রথমে কেউ বুঝতেই পারেনী যে, জামায়াত নেতারা এখানে নিরবে বসে রাষ্ট্রে বিশৃঙ্খলা করার নাশকতার পরিকল্পনা করছে। তবে জামায়াত নেতাদের এই পরিকল্পনা নাচোল থানা পুলিশের কাছে ভেস্তে যায়।
দুদিন আগেই পার্কের মালিক কাওসার আলীর কাছে মুঠো ফোনে এই গোপন বৈঠকের জন্য অনুমতি নেয় রাজশাহী জামায়াতের নেতারা। নাচোল থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে নাচোল থানা পুলিশ জানতে পারে যে, নাচোল উপজেলার দোগাছি স্বপ্নপল্লী পার্কে রাজশাহী অঞ্চলের জামাত নেতারা নাশকতার গোপন বৈঠক করছে।
এমন সংবাদ পেয়ে নাচোল থানার ওসি সেলিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা স্বপ্ন পল্লী পার্কে অভিযান শুরু করে। কিন্তু পুলিশ আসার বিষয়টি জামায়াতের লোকজন আগেই টের পেয়ে দ্রুত পালিয়ে যাই। পুলিশ পার্কের ভেতর থেকে জামাতের রাজশাহী অঞ্চল সম্বলিত লেখা একটি ব্যানার ,কিছু রান্না মাংস, শুকনো খাবার জব্দ করে। এলাকাবাসীর অভিযোগ স্বপ্ন পল্লী পার্ক বরেন্দ্র অঞ্চলের নিরাপদ স্থান হওয়ায় এবং প্রশাসনের নজর দারি না থাকায় এখানে দিনের বেলায় বিনোদনের নামে প্রকাশ্যে চলে রমরমা দেহ ব্যবসা । এমন কি গভীর রাতে এই পার্কে অচেনা লোকজনের সমাগম দেখা যায়। পার্কের মালিক কাওসার আলী উপজেলা বিএনপির একজন সক্রিয় সদস্য। জামাত নেতাদের সাথে তাঁর গভীর সম্পর্ক থাকতে পারে বলে স্থানীয় নাম না প্রকাশে একাধিক ব্যক্তি জানান।
এ বিষয়ে স্বপ্ন পল্লী পার্কের পরিচালক কাওসার আলী জানান, দুদিন আগে মুঠো ফোনে রাজশাহীর একটি মাদ্রাসার লোকজন আমার কাছে পার্কে বিনোদনের জন্য স্পর্ট বরাদ্ধ নেয়। রোববার সকালে পার্কে জামাতের লোকজন কে ব্যানার টাঙ্গিয়ে মিটিং করতে দেখলে আমি পার্ক থেকে তাদের চলে যেতে বলি।
এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি যে, স্বপ্নপল্লী পার্কে রাজশাহী অঞ্চলের জামাত নেতারা নাশকতার গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে আমি পুলিশ সদস্যদের নিয়ে স্বপ্ন পল্লী পার্কে অভিযান শুরু করি। কিন্তু পুলিশ আসার বিষয়টি জামায়াতের লোকজন আগেই টের পেয়ে দ্রুত পালিয়ে যাই। পুলিশ পার্কের ভেতর থেকে জামাতের একটি রাজশাহী অঞ্চল সম্বলিত লেখা ব্যানার ,কিছু রান্না মাংস, শুকনো খাবার জব্দ করে। বিষয়টি গুরুত্ব সহকারে ক্ষতিয়ে দেখা হচ্ছে।