Sharing is caring!
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক মাদক
ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছেন বিচারিক আদালতের বিজ্ঞ
বিচারক। সেই সাথে ওই মাদক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত
করেছেন এবং অনাদায়ে আরও ১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
দন্ডিত মাদক ব্যবসায়ী জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর
এলাকার মৃত সেতাউর রহমান বিশ্বাসের ছেলে আবুল হোসেন (৪১)। এক কেজি ১৫
গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে আসামী আবুল
হোসেনকে এই দন্ড প্রদান করেন আদালত। রবিবার দুপুর সাড়ে ১২টায়
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী একমাত্র আসামীর
উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৮
সালের ২১ ফেব্রæয়ারী বুধবার র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল
জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর এলাকায় অভিযান পরিচালনা
করে। এ সময় অভিযানে নিজ বসতবাড়ি থেকে এক কেজি ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার
হন আবুল। এ ঘটনায় ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন
উপপরিদর্শক (এসআই) ঠাকুর দাস রায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আবুলের
বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা (আইও)
ও সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ২০১৮ সালের ২৪
এপ্রিল মঙ্গলবার আবুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্যশীট বা
অভিযোগপত্র দাখিল করেন।
পরে দীর্ঘ শুনানী, ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য ও প্রমাণাদি পেশের পর আদালত
আজ ২৭ অক্টোবর রবিবার আসামী আবুল হোসেনের উপস্থিতিতে তার বিরুদ্ধে আনীত
অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ
প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড, এক লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে
আরও এক বছর কারাদন্ডের আদেশ প্রদান করেন।
এদিকে আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট মাহবুব আলম জুয়েল।