Sharing is caring!
ক্রীড়া ডেস্ক : ঝড় যেন শেষই হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটে। একটার পর একটা ঝামেলায় নাজেহাল অবস্থা দেশের ক্রিকেটের। বুধবারই শেষ হয়েছে ক্রিকেটারদের ধর্মঘট। তবে এরপরই নতুন বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সব ক্রিকেটারকেই কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে বিসিবি কতৃক অনুমতি নিতে হয়।
টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করার ব্যাপারে ক্রিকেটারদের লিখিতভাবেও জানানো হয়েছে সেটা।
তবে ওই নিয়ম না মেনেই মঙ্গলবার গ্রামীনফোনের সঙ্গে চুক্তি করেন সাকিব।
এই ব্যাপারে তার কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে বিসিবি। শনিবার (২৬ অক্টোবর) একটি জাতীয় দৈনিককে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এরকম চুক্তির জন্য খেলোয়াড়দের কিছু নিয়ম মানতে হয়। সাকিব কেন তা যথাযথভাবে মানেননি আমরা তার ব্যাখ্যা জানতে চেয়েছি।’
এর আগে শনিবার মিরপুরে ক্রিকেটারদের ক্যাম্পে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এসময় তিনি বলেন,‘আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করতে পারে না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই টেলিকম কোম্পানিও জানে, খেলোয়াড়রাও জানে এটা চুক্তিতে নেই।
কাজেই এটা কেন করলো, তবে ওকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এজন্য আমরা চিঠি দিয়েছি। এতটুকুই বলতে পারি এটা করতে পারে না।