১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

জাতীয় গৃহায়ন ভবনে সাংবাদিকদের ঢুকতে বাধা

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৯
জাতীয় গৃহায়ন ভবনে সাংবাদিকদের ঢুকতে বাধা

Sharing is caring!

অভিযোগ ডেস্ক :: জাতীয় গৃহায়ন ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে প্রধান ফটক বন্ধ করে দিয়ে সেখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আনসার সদস্যরা।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ভবনে সেবাগ্রহীতাদের প্রবেশ করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেই ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে।

তবে প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করেও গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের জন্য প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিটিভির মাসুদ রানা ও দৈনিক জনতার জাহাঙ্গীর বাবু।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাশেদুল ইসলামের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতি ও দালালদের দৌরাত্ম নিয়ে সংবাদ প্রচার হয় শনিবার (১৯ অক্টোবর)। ওই সংবাদের জেরেই সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে।