২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে বিএনপি অফিসসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
কালিয়াকৈরে বিএনপি অফিসসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু,বিশেষ প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির অফিসসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদসহ সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে উপজেলা বিএনপির কেন্দ্রীয় অফিস ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

তাদের দাবি, বিএনপির অফিস সরকারি জমিতে পড়েনি। এছাড়া বিনা নোটিশে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।

সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব ও স্ট্রট ও আইন কর্মকর্তা মাহবুব রহমান ফরুকী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সারা দেশে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন।

তার ধারাবাহিকতায় কালিয়াকৈরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারের উন্নয়ন ও কল্যাণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।