২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৪ বছর পর এমপির নির্দেশনা পুনরায় বাস চালু করা হয়েছে

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
৪ বছর পর এমপির নির্দেশনা পুনরায় বাস চালু করা হয়েছে

“গাজীপুরের বরমী মৃত রাজ্জাক বেপারী বাস স্ট্যান্ড থেকে দীর্ঘ ৪ বছর পর এমপির নির্দেশনা পুনরায় বাস চালু করা হয়েছে”

 

রাকিবুল হাসান, শ্রীপুর (গাজীপুর) থেকেঃ-

গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউপি সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল রাজ্জাক বেপারী বাস-স্টেন্ড থেকে বনশ্রী ও প্রভাতি পরিবহন আজ থেকে আরম্ভ হলো ইউনিয়নের সকল জনসাধারণ চির কৃতজ্ঞ প্রিয় নেতা গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির প্রতি,

গত ২৭।১১।২০২০ ইং রোজ শুক্রবার সকাল দশটায় পরিবহন সংযোগ, মিলাদ ও দোয়া মাহ্ফিল এর মধ্য দিয়ে উদ্বোধন করা হয় উক্ত উদ্বোধনে গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির নির্দেশে

উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাহিত্য সংস্কৃতির বিষয়ক সম্পাদক জনাব কফিলউদ্দিন মন্ডল
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কমিটি গোলাম মুস্তফা সরকার প্রভাতী বনশ্রী লিঃ
উপস্হিত ছিলেন বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ
খন্দকার, এস এম ফয়সাল আবেদীন সহ স্হানীয় নেতৃবৃন্দ এবং ড্রাইভার – শ্রমিক প্রমুখ

উক্ত উদ্বোধনকালে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাহিত্য সংস্কৃতির বিষয়ক সম্পাদক জনাব কফিলউদ্দিন মন্ডল তিনি বলেন প্রভাতী বনশ্রী স্থায়ী পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলছি অত্যান্ত সততার সাথে যেন পরিচালনা করা হয় এবং ড্রাইভার ও স্টাফদের প্রতি আমার আহবান যেন কোনো যাত্রী আপনাদের ব্যবহারে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন।

কেননা প্রত্যেক টা যাত্রী কে আমাদের মা বাবা ভাই বোনের মতন মনে করতে হবে তিনি, এ সময় আরও বলেন মাদক সন্ত্রাস চাঁদাবাজ কোন রকম অন্যায় আমরা বরদাস্ত করব না এবং গাজীপুর জেলায় কোন মাদক থাকবে না এবং সকল কে অনুরোধ করছি সবাই এগিয়ে আসুন মাদকের বিরুদ্ধে এবং সহযোগিতা করুন সঠিক তথ্য দিয়ে প্রশাসন ও মিডিয়ার লোকদের কে দিয়ে,

পরিবহন সম্পর্কে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার রিপোর্ট রাকিবুল হাসান বিস্তারিত তথ্য জানতে চাই,পরিচালক কমিটি গোলাম মুস্তফা সরকার।প্রভাতী বনশ্রী লিঃতিনি বলেন

বনশ্রী প্রভাতী পরিবহন লিঃ বরমী বাস স্ট্যান্ড হইতে শ্রীপুর মাওনা টু ঢাকা আজ সকাল ১০ টা হইতে বাস চলা শুরু হলো, আজ সর্ব মোট ২৫ টি বাস এসেছে ২০ মিনিট পর পর বাস বরমী হতে ছাড়বে ভোর ০৫ টা ফাস্ট টিপ ,, এবং সন্ধা ০৬ টা লাস্ট টিপ এবং বরমী বাস স্ট্যান্ড হইতে গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ।

পরিবহন বাড়ানোর জন্য বললে তিনি বলেন পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব এবং সেটা যাত্রীদের উপর নির্ভর করে পরিবহন বাড়ানো এবং কমানো এবং তিনি আরও বলেন দীর্ঘ চার বছর রাস্তা বেহাল দশায় পরিণত তাই দীর্ঘ চার বছর পরিবহন সংযোগ বিচ্ছিন্ন ছিল তবে আমরা আশাবাদী পূর্বের পরিস্থিতিতে পরিবহনের গতি চলে আসবে বলে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30