১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র “৫৭০” এ অভিনয় করেছেন ঈশ্বরদীর কৃতি সন্তান জাহিদ খান

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০
বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র “৫৭০” এ অভিনয় করেছেন ঈশ্বরদীর কৃতি সন্তান জাহিদ খান

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র “৫৭০” এ অভিনয় করেছেন ঈশ্বরদীর কৃতি সন্তান জাহিদ খান।

 

 

 

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধিঃ-

২০১৮ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ‘গাড়িওয়ালা’ খ্যাত নির্মাতা আশরাফ শিশির। ছবির নাম ‘৫৭০’।

ঘোষণার প্রায় দুই বছর পর কলাকুশলীদের নিয়ে শুটিং শুরু করেন এই নির্মাতা!

বঙ্গবন্ধুকে হত্যার কথা কম বেশি সবারই জানা। কিন্তু জাতির পিতাকে হত্যার পর কয়েক ঘন্টা আসলে কি হয়েছিলো??

কেমন করে ঢাকার ৩২ নম্বর বাড়ি থেকে লাশ টুঙ্গিপাড়া গেল??

কোন প্রক্রিয়ায় করা হলো দাফন??
প্রায় ১০ বছরের গবেষনার পর সেই বাস্তব ঘটনা গুলো এবার সেলুলয়েড পর্দায় তুলে আনছেন নির্মাতা আশরাফ শিশির।

একদল সেনা সদস্যের তত্ত্বাবধায়নে
হেলিকাপ্টারে করে বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। যেখানে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ৩৬ ঘন্টার সাক্ষী ঐ দলের একজন সেনা।

আর এমন গুরুত্ববহ সেলুলয়েডে নৌবাহিনীর প্রধান হিসেবে অভিনয় করেছেন ঈশ্বরদীর কৃতি সন্তান জাহিদ খান।

জাহিদ খানের জন্ম ঈশ্বরদী আলোবাগে। তার পিতার নাম মৃত জিয়াউদ্দিন খান ও মাতা মোছা: আবেদা খানম।

শিক্ষা জীবন শেষ করলেও বর্তমানে তিনি একজন ব্যাবসায়ী। তবে এর আগেও অনেক নাটকে অভিনয় করেছেন জাহিদ খান।

উল্লেখ্য আশরাফ শিশিরের চিত্রনাট্য ৫৭০ এ বঙ্গবন্ধুকে নিয়ে মহান উদ্যোগ বাস্তবায়নে সঙ্গী হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে স্বপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। সেলুলয়েডের পর্দায় এ সময়টিকেই তুলে আনতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা।

‘৫৭০’ চলচ্চিত্রে নির্মাতা কী দেখাতে চান, এমন প্রশ্নে এরআগে চ্যানেল আই অনলাইনকে আশরাফ শিশির বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যু বাঙালি জাতির জন্য ট্রাজিক একটা অধ্যায়। আমার তিনটা গল্প আছে তার নিহত হওয়ার ঘটনা নিয়ে, তার মৃত্যুকে ঘিরে। এই তিনটা গল্প নিয়ে আমি ট্রিলোজি করতে চাই। এর প্রথম অংশটাই হচ্ছে ‘৫৭০’।

যিনি একটা দেশের স্বাধীনতা এনে দিলেন, আমার ছবির যে ঘটনাটা তার কয়েক ঘন্টা আগেও যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, অথচ তার যে প্রক্রিয়ায় অন্ত্যষ্টিক্রিয়া হয়েছিলো এটা হৃদয়বিদারক।

এটা কেন ঘটেছিলো? স্বাধীনতা বিরোধীরা বার বার বলার চেষ্টা করেন যে বঙ্গবন্ধুর জানাজায় কোনো লোক হয়নি, অথচ অমুকের জানাজায় লাখ লাখ লোক হয়েছিলো! আসলে সত্যটা কী? কী ঘটেছিলো? এসবই আসলে আমি আমার নির্মিতব্য ‘৫৭০’ ছবিতে তুলে ধরার চেষ্টা করবো।’

শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে এ বছরের মার্চে ‘৫৭০’ মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও করোনার কারনে কাজ শেষ করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ ফিল্মস। তবে আগামী বছরের ফেব্রুয়ারী / মার্চের দিকে কাজ শেষ করে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানা গেছে।

চলচ্চিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

অভিনয়ে আরও থাকছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মী, সানসি ফারুক, দুখু সুমন-সহ ৩০০ জন অভিনয়শিল্পী।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30