২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহামারিতে গ্রাম গঞ্জের মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি , বর্তমান ফাঁকা

প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
মহামারিতে গ্রাম গঞ্জের  মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি , বর্তমান ফাঁকা

 

 

আবদুল্লাহ আল মামুন মনিরামপুর যশোর  প্রতিনিধি:

 

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে  সরকার যখন মসজিদে যাওয়া নিষেধাজ্ঞা জারি করেন। মসজিদে নিষেধাজ্ঞার বিষয়ে শুধু বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর একার নির্দেশ ছিল না, সারাবিশ্বের আলেম উলামাও মসজিদে একসাথে অনেক মুসল্লির উপস্থিতি নিষেধ করেন।

 

নিষেধাজ্ঞা সত্ত্বেও তখন মসজিদে মুসল্লিদের ছিল উপচে পড়া ভীড়, এখন সারাবিশ্বে করোনা ভাইরাসের তেমন প্রভাব নাই, বা করোনা ভাইরাস নিয়ে কঠোর কোন আদেশ আইন নাই,এক কথায় বলা যায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

 

এমতাবস্থায় মসজিদে মুসল্লিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভরপুর মুসল্লি ছিল মসজিদে , এখন কোন রকম সীমিত সংখ্যক লোক নিয়ে মসজিদে জামায়াত হয়।

 

এতে করে অনেকেই মন্তব্য করেছেন যে , মানুষ মুলত করোনা ভাইরাস কে ভয় করছে , আল্লাহ কে নয়।

আমাদের সকলের উচিত যে আল্লাহ তায়ালা বিপদ আপদ বালা মুসিবত দেন তাকে ভয় করা , কিন্তু আমরা দুনিয়ামুখী মানুষ রোগ কে মহামারী কে ভয় করলাম,যে আল্লাহ মহামারী দিয়েছেন তাকে ভয় করলাম না।

 

যদি সত্যি আমরা আল্লাহকে ভালবাসতাম আল্লাহ পাক কে ভয় করতাম , তাহলে এখনো আমরা মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম।

 

সবাই একটি কথা মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে যতদিন হায়াৎ রেখেছেন , ততদিন আপনাকে কোন শক্তি মারতে পারবে না। আর আল্লাহ পাক যদি আপনার জীবন কেড়ে নেয় দুনিয়ার কোন শক্তি আপনাকে বাঁচাতে পারবে না।

 

তাই আসুন সময় থাকতে আল্লাহর হুকুম আহকাম গুলি মেনে চলি ,আল্লাহ পাক কে ভয় করি পরকালের নাজাতের জন্য নেকি কামায় করি।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30