২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ এমপির অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রাতি তদন্তে বিভাগীয় প্রতিনিধি দল ঝিনাইদহে

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ এমপির  অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রাতি তদন্তে বিভাগীয় প্রতিনিধি দল ঝিনাইদহে

জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ এমপির
অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রাতি তদন্তে বিভাগীয় প্রতিনিধি দল ঝিনাইদহে

 

 

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদের প্যাডে ঝিনাইদহ-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে এই বদলির জন্য সুপারিশ করেন।

 

 

এরই প্রেক্ষিতে মন্ত্রনালয়ের নির্দেশে রোববার দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধি তদন্ত শুরু করেছেন। তদন্ত দলে রয়েছেন পানি সম্পদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম ও খুলনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান।
এমপির বদলির সুপারিশে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম ঝিনাইদহ যোগদানের পর থেকে সরকার বিরোধী কার্যাকলাপে জড়িয়ে পড়েন।

 

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শিবিরে সভাপতি,সাধারন সম্পাদক এবং ঝিনাইদহ ছাত্রদলের সভাপতি, সাধারন সম্পাদকের সাথে প্রায় সময় অফিসে ঘন্টার পর ঘন্টা মিটিং করে থাকেন। যা সরকারি উন্নয়ন মুলক কাজের ক্ষতি ও সরকারের ভারমূর্তি নষ্ট করছে। নির্বাহী প্রকৌশলী ক্ষমতার অপব্যবহার করে সব উন্নয়ন মুলক কাজের টেন্ডার বার বার রি-টেন্ডার করে দেয়। যা ফলে সাধারন ঠিকাদারগন ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং সরকারের উন্নয়নমুলক কাজ ব্যহত হচ্ছে। ইতিমধ্যে প্রকৌশলী ছাত্রদল ও শিবিরের নেতাদের কাজ পাইয়ে দিয়েছেন।

 

২০১৯-২০২০ অর্থবছরের বেশ কিছু মেরামতের টেন্ডার যা লটারীর মাধ্যমে ঠিকাদারগন পান। সেগুলো তিনি বাতিল করে পছন্দের ঠিকাদারদের মাধ্যমে “আরএফকিউ” টেন্ডারের মাধ্যমে উৎকোচ গ্রহন করে কাজগুলি তাদের মধ্যে বিতরণ করেছেন।

 

 

এ ব্যাপারে জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এমপি ডিও লেটারে মাধ্যমে মন্ত্রনালয়ে একটি অভিযোগ করে। সেকারনে মন্ত্রনালয় আমাকে ঝিনাইদহের জনস্বাস্থ্য প্রকৌশলীকে বদলির জন্য একটি চিঠি দিয়েছেন। এরই প্রেক্ষিতে বিভাগীয় প্রতিনিধি দল ঝিনাইদহে গিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্ত দল প্রতিবেদন দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30