২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চিলমারীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০
চিলমারীতে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ –
নিজেদের রেশনের খাদ্য সামগ্রী সংগ্রহ করে তা নিয়ে সারা দেশের বানভাসী অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে সেনাবাহিনী।

 

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের ৭২ পদাতিক ব্রিগেড ৩০বীর এর পক্ষ থেকে কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার সকালে থানাহাট এ ইউ সরকারী উচ্চ বিদ্যালয়ে অসহায় ১৮০ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দুরত্ব বজায় রেখে প্যাকেজ ত্রাণ হিসেবে চাল,আটা,ডাল,তেল ও লবণ বিতরণ করেন ক্যাপ্টেন সাদমান সৌমিক।

 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি সহ-অধ্যাপক গোলাম মাহবুব, ভোরের দর্পন প্রতিনিধি সহ-অধ্যাপক ফজলুল হক, মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি ছাবেদ আলী মন্ডল,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাহবুব মোর্শেদ,সার্জেন্ট সামসুল হক, সার্জেন্ট শফিকুল ইসলামসহ বিভিন্ন পদবির সেনা সদস্যরা।

 

ক্যাপ্টেন সাদমান সৌমিক জানান, বিভিন্ন এলাকার ন্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে বন্যায় পানি বন্দি হয়ে পড়েছে।

 

এই প্রাকৃতিক দূর্যোগে চিলমারীর শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

 

এসব কর্মহীন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ৭২ পদাতিক ব্রিগেড ৩০বীর এর সদস্যরা নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করছে।

 

এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30