২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নগরীতে অস্বাস্থ্যকর ও অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন: ২ লক্ষ টাকা অর্থদন্ড

অভিযোগ
প্রকাশিত আগস্ট ৯, ২০২০
নগরীতে অস্বাস্থ্যকর ও অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন: ২ লক্ষ টাকা অর্থদন্ড

 

আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

কালুরঘাটের মোহরা শিল্প এলাকায় অবস্থিত সাকসেস অয়েল ইনডাস্ট্রিজ লিমিটেড নামের একটি অস্বাস্থ্যকর ও অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন কারখানায় ওবাজারজাতকরণের দায়ে ২ লক্ষ টাকা অর্থদণ্ড ও কারখানা সিলগালা করেছেআজ সকাল ১২ টা থেকে ৩ টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় কারখানাটি কোন নিয়ম না মেনে অস্বাস্থ্যকরভাবে ভোজ্য তেল বোতলজাত করে বাজারজাত করে আসছে। প্লাস্টিক বোতল ৪০০ গ্রামের হলেও মোড়কে লেখা ৫০০ গ্রাম। পরিমাণে প্রত্যেক প্রকারের বোতলেই দেখা যায় গায়ে লেখা পরিমানের চেয়ে কম তেল যা এক ধরণের প্রতারণা।

 

তিনি আরও বলেন, বিএসটিআইয়ের অনুমোদন নেই,উপযুক্ত ল্যাব নেই,কেমিস্ট নেই, নষ্ট মেশিনারীজ,ক্লিনিং রুম না থাকা, ভেজাল তেল পাওয়া,ভিটামিন এ সমৃদ্ধ লেখা যা পরিক্ষীত নয়, শিশু শ্রমিক নিয়োগ সহ অনেক অনিয়ম পরিলক্ষিত হয়ম্যাজিস্ট্রেট আরওবলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করে কারখানাটি গৃহিনী ও নবান্ন নামে বোতলজাত করে তেল বাজারজাত করে আসছে।নবান্ন নামের মোড়ক হুবহু রুপচাঁদা সয়াবিন তেলের নকল।

 

এমনকি এস আলম এডিবল অয়েল ও পতেংগার ভিওটিটি অয়েল কোম্পানির তেল নিজেদের নামে বাজারজাত করে আসছে যদিও নিজেদের মধ্যে কোন চুক্তি নেই।

 

অভিযানে আরও ছিলেন র‍্যাবের মেজর শামীম সরকার, সহকারী পরিচালক নুরুল আবছার, বিএসটিয়াই এর ফিল্ড অফিসার রাজীব দাশ গুপ্ত ও স্যানিটারি অফিসার ইয়াসিন আহম্মেদ।

Please Share This Post in Your Social Media
March 2024
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031