২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের ১২ বছরের কারাদণ্ড

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক জনের ১২ বছরের কারাদণ্ড

ইসারুল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মাদক মামলায় মো: কবির হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আদালত । একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আজ ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমবার দুপুরে সময় আদালতে আসামি উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুঠাপাড়ার বাসিন্দা।

 

মামলার নথি ও ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০১৮ সালের নভেম্বর মাসের ১৭তারিখে বিকাল ৪:০০ টায় বিনোদপুর এলাকার আলকাছ হোসেনের আমবাগান হইতে আসামী কবির হোসেনকে আটক করে র‍্যাব ৫। সে সময় তার কাছ থেকে জব্দ করা হয় দুই হাজার ১৭২৬ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ ৯৪ টাকা।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30