২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুন্দর সমাজ গঠনে লালদিঘী ময়দানে মেয়র-জনতার শপথ পাঠ

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
সুন্দর সমাজ গঠনে লালদিঘী ময়দানে মেয়র-জনতার শপথ পাঠ

 

আল আমিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে নগরীর সকল ওয়ার্ড থেকে আগত সকল শ্রেণি-পেশার লাখো জনতার সাথে শপথ পাঠ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ বিকেল ৫টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করেছি ৪১টি ওয়ার্ডে। আমরা ইতোমধ্যে পুরা নগরীতে মাদক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা ও সভা করেছি। আজ আমাদের মূল লক্ষ্য- নগরবাসীকে শপথ করানো।’

এ সময় তিনি চট্টগ্রামের ইতিহাসে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম স্মরণ করেন। এরমধ্যে বার আউলিয়া, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মনিরুজ্জামান ইসলামাবাদী, এম এ আজিজ, আখতারুজ্জামান বাবু, এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30